• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক  ২৮৫০ পিস ইয়াবা সহ দুই ইয়াবা পাচারকারী গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম;
ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক  ২৮৫০ পিস ইয়াবা সহ দুই ইয়াবা পাচারকারী গ্রেফতার
ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক  ২৮৫০ পিস ইয়াবা সহ দুই ইয়াবা পাচারকারী গ্রেফতার

২৪ ও ২৫ ফেব্রুয়ারী ২০২২ গোপন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের সহকারি পরিচালক Marfia Afroz Sonia  এর সার্বিক তত্ত্বাবধানে  এবং পরিদর্শক এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার একটি বিশেষ টিম  ইয়াবা পাচার কালে সর্বমোট  ২৮৫০ ( দুই হাজার আটশত পঞ্চাশ ) পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা সহ  ২ জন  মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত আসামী হলেন ১)  আবুল হোছন (৩৫), পিতা- মৃত ফরিদ আহম্মদ স্থায়ী সাং - উনচিপ্রাং,উত্তর হ্নীলা,  থানাঃ টেকনাফ মডেল, জেলাঃ কক্সবাজার।  ২)  মো: হাবিবুজ্জামান মাসুম (৩৪),পিতা: মো: সামসুদ্দিন , স্থায়ী সাং: দক্ষিণ পিরিজপুর (মুন্সিকান্দা),থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ ।.

 ডিএনসি গোয়েন্দা বিশেষ টিমের সদস্যরা কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে  আসামী মোঃ হাফিজুল ইসলাম  (২০) এবং চ্টগ্রামের চান্দগাও বহদ্দারহাট এলাকায়  হতে দুই জনকে আটক করে। অভিযানকালে তাদের দখল হতে  অবৈধ মাদকদ্রব্য মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা সর্বমোট ২,৮৫০ পিস হাতেনাতে গ্রেফতার করে। .

উক্ত আসামীগণ কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে ইয়াবা কৌশলে সংগ্রহ করে চকরিয়া ও চ্টগ্রামে ইয়াবা গুলো সরবরাহ দেয়ার জন্য  এসেছিল।  চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক এস এম আলম খান, উপ পরিদর্শক মোহাম্মদ  টিপু সুলতান বাদী হয়ে  আসামীদের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও ধারনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার চকরিয়া চান্দগাও  থানায় পৃথক ২ টি নিয়মিত মামলা দায়ের করে। গ্রেফতারকৃত উক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম ( ‌জিসান )

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ